79°F শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২৪ বাংলাদেশিসহ আটক ৯৭ বিদেশি

Online Desk, Boston Bangla

প্রকাশ: ০৭ অক্টো ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৪
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২৪ বাংলাদেশিসহ আটক ৯৭ বিদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২৪ জন বাংলাদেশিসহ মোট ৯৭ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন দপ্তর (Immigration Department of Malaysia)।

রবিবার (৫ অক্টোবর) বিকেলে সেলাঙ্গর রাজ্যের ক্লাংকাজাং এলাকার ব্যস্ত সড়ক ও বাজারঘাটে বিশেষ অভিযান চালায় অভিবাসন বিভাগ। এ সময় অনেকে ধরা পড়া এড়াতে জীবন ঝুঁকি নিয়ে সড়কের মাঝখান দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন বলে জানা গেছে।

অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা'বান জানান, বিভাগের বিশেষ টাস্কফোর্সের নেতৃত্বে পরিচালিত দুটি পৃথক অভিযানে প্রায় ৯০ জন কর্মকর্তা অংশ নেন। এই অভিযানে ৮৮৪ জনের কাগজপত্র যাচাইয়ের পর ৯৭ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, “ডাউনটাউন জালান রেকো ও ক্লাংয়ের রাতের বাজারে বহুদিন ধরেই অভিযোগ ছিল যে বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক অবৈধভাবে অস্থায়ী কর্মভিসা (PLKS) ব্যবহার করে সেখানে কাজ করছে।”

আটককৃতদের মধ্যে রয়েছেন —

  • ইন্দোনেশিয়া: ৪৪ জন
  • বাংলাদেশ: ২৪ জন
  • মিয়ানমার: ৯ জন
  • ভারত: ৭ জন
  • পাকিস্তান: ২ জন
  • কম্বোডিয়া ও শ্রীলঙ্কা: একজন করে নাগরিক

অভিযানে আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছর। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন এর ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারায় তদন্ত চলছে।

অভিযান শেষে আটক অভিবাসীদের সেলাঙ্গরের বেরানাং ইমিগ্রেশন ডিপো এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ডিপোতে পাঠানো হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য।